Followers

Tuesday, December 11, 2018

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ
Source=Ebela11 Dec. 2018 20:43
অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁর বান্ধবী থেকে সম্পত্তি সব নিয়েই রয়েছে নানা জল্পনা। সেই কৌতূহলের নিরসন করতে দেখে নেওয়া যাক, কংগ্রেস সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ ঠিক কত।

দেখিয়ে দিলেন রাহুল। — ফাইল চিত্র

বিজেপি তাঁকে ‘যুবরাজ’ থেকে ‘পাপ্পু’ অনেক নামে সম্বোধন করেই খাটো করতে চেয়েছে। কিন্তু পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে তিনিই আপাতত জাতীয় রাজনীতির হিরো।

অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁর বান্ধবী থেকে সম্পত্তি সব নিয়েই রয়েছে নানা জল্পনা। সেই কৌতূহলের নিরসন করতে দেখে নেওয়া যাক, কংগ্রেস সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ ঠিক কত।

২০১৪ সালে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র প্রার্থী হন রাহুল। তখন তিনি কংগ্রেসের সহ-সভাপতি। সেই সময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় রাহুল গাঁধী যে হিসেব দেখান তাতে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

ওই হিসেবে দেখা গিয়েছে রাহুল গাঁধীর নিজস্ব স্থাবর সম্পত্তি ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ২৮৪ টাকা। আর সেই সময়ে অস্থাবর সম্পত্তি ছিল ৮ কোটি ৭ লাখ ৫৮ হাজার ২৬৫ টাকা। যার মোট পরিমাণ— ৯ কোটি ৪০ লাখ ৬ হাজার ৫৪৯ টাকা।

সেই হলফনামা অনুসারে রাহুল ও দিদি প্রিয়ঙ্কার যৌথ মালিকানায় একটি ফার্ম হাউজ রয়েছে। ৪.৬৯২ একরের সেই ফার্ম হাউজটি রয়েছে দিল্লির কাছে সুলতানপুর নামে গ্রামে।

এছাড়াও ওই হলফনামায় রাহুল বলেন, মা সনিয়া গাঁধীর কাছে তিনি ৯ লাখ টাকার ঋণী। মায়ের থেকে ধার নিয়েছিলেন।

Note

সাজেশন গ্রূপ

By…....WM

উচ্চ মাধ্যমিক ২০১৯ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

HS Higher Secondary 2019 Political Science Suggestion

Date of Exam: 2nd March 2019

==========================================================================================

PART-A (40 Marks)

১. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।

২. সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো।

৩. জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো।

৪. উদারনীতিবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য গুলি লেখো।

৫. কার্ল মার্কসের ঐতিহাসিক বাস্তববাদ তত্ত্ব আলোচনা করো। মার্কসবাদের মূল সূত্র গুলি লেখো। গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো।

৬. অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতায় বিবরণ দাও।

৭. দ্বিকক্ষ ও এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো হয় এবং তা কি ভাবে সংরক্ষিত হয়?

৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী লেখো।

৯. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ ভূমিকা আলোচনা করো। অর্থবিল কি এবং লোকসভা এটা কিভাবে পাস করা হয়? লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

১০. ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভায় পারস্পরিক সম্পর্ক লেখো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো।

১১. ভারতীয় বিচারব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। ভারতীয় হাই কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালত কি এবং এর কার্যাবলী লেখো।

PART-B (40 Marks)

(এখানে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়কে উল্লেখ করা হলো)

NAM/NATO/CIA/SAPTA/NPT এর পুরো কথা, বরো কমিটি কি এবং কিভাবে গঠিত হয়, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা, জেলা পরিষদের স্থায়ী কমিটির নাম, ট্রাইব্যুনাল কী, গণ আদালত, Zero Hour, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা, ক্রেতা সুরক্ষা আইন কবে তৈরি হয়, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, কোটা কি, ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন, আমলা কাদের বলে, স্বাধীন স্বতন্ত্রীকরন নীতির প্রবক্তা।

আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা, The Making of Foreign Policy গ্রন্থের লেখক, সার্ক কত সালে প্রতিষ্টিত হয়, সুয়েজ সংকট কবে দেখা যায়, সার্ক এর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা, গুজরাল নীতি কার সৃষ্টি, দাঁতাত কি, মার্শাল পরিকল্পনা, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য, পঞ্চশীল নীতি কি, বান্দুং সম্মেলন।

———————————————————————————————————————————————————————————–

Note

সাজেশন গ্রূপ

By…....WM

উচ্চ মাধ্যমিক ২০১৯ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

HS Higher Secondary 2019 Political Science Suggestion

Date of Exam: 2nd March 2019

==========================================================================================

PART-A (40 Marks)

১. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।

২. সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো।

৩. জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো।

৪. উদারনীতিবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য গুলি লেখো।

৫. কার্ল মার্কসের ঐতিহাসিক বাস্তববাদ তত্ত্ব আলোচনা করো। মার্কসবাদের মূল সূত্র গুলি লেখো। গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো।

৬. অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতায় বিবরণ দাও।

৭. দ্বিকক্ষ ও এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো হয় এবং তা কি ভাবে সংরক্ষিত হয়?

৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি গুলি আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী লেখো।

৯. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ ভূমিকা আলোচনা করো। অর্থবিল কি এবং লোকসভা এটা কিভাবে পাস করা হয়? লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

১০. ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভায় পারস্পরিক সম্পর্ক লেখো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো।

১১. ভারতীয় বিচারব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। ভারতীয় হাই কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালত কি এবং এর কার্যাবলী লেখো।

PART-B (40 Marks)

(এখানে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়কে উল্লেখ করা হলো)

NAM/NATO/CIA/SAPTA/NPT এর পুরো কথা, বরো কমিটি কি এবং কিভাবে গঠিত হয়, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা, জেলা পরিষদের স্থায়ী কমিটির নাম, ট্রাইব্যুনাল কী, গণ আদালত, Zero Hour, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা, ক্রেতা সুরক্ষা আইন কবে তৈরি হয়, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, কোটা কি, ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন, আমলা কাদের বলে, স্বাধীন স্বতন্ত্রীকরন নীতির প্রবক্তা।

আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা, The Making of Foreign Policy গ্রন্থের লেখক, সার্ক কত সালে প্রতিষ্টিত হয়, সুয়েজ সংকট কবে দেখা যায়, সার্ক এর উদ্দেশ্য ও সীমাবদ্ধতা, গুজরাল নীতি কার সৃষ্টি, দাঁতাত কি, মার্শাল পরিকল্পনা, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য, পঞ্চশীল নীতি কি, বান্দুং সম্মেলন।

———————————————————————————————————————————————————————————–

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ
Source=Ebela11 Dec. 2018 20:43
অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁর বান্ধবী থেকে সম্পত্তি সব নিয়েই রয়েছে নানা জল্পনা। সেই কৌতূহলের নিরসন করতে দেখে নেওয়া যাক, কংগ্রেস সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ ঠিক কত।

দেখিয়ে দিলেন রাহুল। — ফাইল চিত্র

বিজেপি তাঁকে ‘যুবরাজ’ থেকে ‘পাপ্পু’ অনেক নামে সম্বোধন করেই খাটো করতে চেয়েছে। কিন্তু পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে তিনিই আপাতত জাতীয় রাজনীতির হিরো।

অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁর বান্ধবী থেকে সম্পত্তি সব নিয়েই রয়েছে নানা জল্পনা। সেই কৌতূহলের নিরসন করতে দেখে নেওয়া যাক, কংগ্রেস সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ ঠিক কত।

২০১৪ সালে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র প্রার্থী হন রাহুল। তখন তিনি কংগ্রেসের সহ-সভাপতি। সেই সময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় রাহুল গাঁধী যে হিসেব দেখান তাতে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

ওই হিসেবে দেখা গিয়েছে রাহুল গাঁধীর নিজস্ব স্থাবর সম্পত্তি ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ২৮৪ টাকা। আর সেই সময়ে অস্থাবর সম্পত্তি ছিল ৮ কোটি ৭ লাখ ৫৮ হাজার ২৬৫ টাকা। যার মোট পরিমাণ— ৯ কোটি ৪০ লাখ ৬ হাজার ৫৪৯ টাকা।

সেই হলফনামা অনুসারে রাহুল ও দিদি প্রিয়ঙ্কার যৌথ মালিকানায় একটি ফার্ম হাউজ রয়েছে। ৪.৬৯২ একরের সেই ফার্ম হাউজটি রয়েছে দিল্লির কাছে সুলতানপুর নামে গ্রামে।

এছাড়াও ওই হলফনামায় রাহুল বলেন, মা সনিয়া গাঁধীর কাছে তিনি ৯ লাখ টাকার ঋণী। মায়ের থেকে ধার নিয়েছিলেন।

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ
Source=Ebela11 Dec. 2018 20:43
অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁর বান্ধবী থেকে সম্পত্তি সব নিয়েই রয়েছে নানা জল্পনা। সেই কৌতূহলের নিরসন করতে দেখে নেওয়া যাক, কংগ্রেস সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ ঠিক কত।

দেখিয়ে দিলেন রাহুল। — ফাইল চিত্র

বিজেপি তাঁকে ‘যুবরাজ’ থেকে ‘পাপ্পু’ অনেক নামে সম্বোধন করেই খাটো করতে চেয়েছে। কিন্তু পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে তিনিই আপাতত জাতীয় রাজনীতির হিরো।

অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁর বান্ধবী থেকে সম্পত্তি সব নিয়েই রয়েছে নানা জল্পনা। সেই কৌতূহলের নিরসন করতে দেখে নেওয়া যাক, কংগ্রেস সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ ঠিক কত।

২০১৪ সালে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র প্রার্থী হন রাহুল। তখন তিনি কংগ্রেসের সহ-সভাপতি। সেই সময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় রাহুল গাঁধী যে হিসেব দেখান তাতে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

ওই হিসেবে দেখা গিয়েছে রাহুল গাঁধীর নিজস্ব স্থাবর সম্পত্তি ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ২৮৪ টাকা। আর সেই সময়ে অস্থাবর সম্পত্তি ছিল ৮ কোটি ৭ লাখ ৫৮ হাজার ২৬৫ টাকা। যার মোট পরিমাণ— ৯ কোটি ৪০ লাখ ৬ হাজার ৫৪৯ টাকা।

সেই হলফনামা অনুসারে রাহুল ও দিদি প্রিয়ঙ্কার যৌথ মালিকানায় একটি ফার্ম হাউজ রয়েছে। ৪.৬৯২ একরের সেই ফার্ম হাউজটি রয়েছে দিল্লির কাছে সুলতানপুর নামে গ্রামে।

এছাড়াও ওই হলফনামায় রাহুল বলেন, মা সনিয়া গাঁধীর কাছে তিনি ৯ লাখ টাকার ঋণী। মায়ের থেকে ধার নিয়েছিলেন।

Nember 1 ভিডিও

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ

রাহুলই এখন হিরো, জেনে নিন কত কোটির মালিক গাঁধী পরিবারের যুবরাজ Source=Ebela11 Dec. 2018 20:43 অকৃতদার রাহুলকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। তাঁ...

Saikh bhaban